কেন্দ্রবিন্দু-৮৮’র বৃত্তি পেলো একশ চারজন শিক্ষার্থী

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ১০৪ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। কেন্দ্রবিন্দু-৮৮ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’এই শ্লোগানে শনিবার দুপুরে নওয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সাগরিকা শপিং মলের দ্বিতীয় তলায় শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।
কেন্দ্রবিন্দু-৮৮’র সভাপতি ও অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, কেন্দ্রবিন্দু-৮৮-র সহ-সভাপতি আবু জাফর সরদার, যুগ্ম সম্পাদক কৃষিবিদ শ্যামল পাল, সাংগঠনিক সম্পাদক আহসানুজ্জামান রাজা, প্রচার সম্পাদক নিতিশ রঞ্জন সাহা, সদস্য মারুফ হোসেন, এনামুল কবীর বুলবুল, আব্দুস সালাম, শাহিনুল ইসলাম ও দেবানন্দ চক্রবর্তী। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন, কেন্দ্রবিন্দু-৮৮-র সাধারণ সম্পাদক মশিউল আলম পিন্টু ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।
এ ব্যাপারে সভাপতি আসলাম হোসেন বিশ্বাস জানান, ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন শিক্ষার্থীকে নগদ এক লাখ দুই হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ২ জন অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। অভয়নগরে ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের ৪০জন বন্ধুর সমন্বয়ে কেন্দ্রবিন্দু-৮৮ নামের এ সংগঠন পরিচালিত হয়ে আসছে।