যশোরে আজ থেকে জাতীয় নারী হ্যান্ডবলের ৩৪তম আসর

0

স্পোর্টস রিপোর্টার ॥  আগামীকাল শুক্রবার থেকে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে শুরু হচ্ছে এক্সিম ব্যাংক ৩৪ তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও যশোরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মোট ১৫ টি দল নিয়ে এবারের নারী হ্যান্ডবলের জাতীয় আসর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। এ সময় তিনি আরও জানান মোট ১৫ টি দল নিয়ে চারটি গ্রুপে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩ টি জেলা দল এবং অন্য দুটি দল হলো বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার । ক-গ্রুপে খেলবে বাংলাদেশ আনসার , নঁওগা ও হবিগঞ্জ জেলা। খ-গ্রুপে খেলবে পঞ্চগড় ,ফরিদপুর,রংপুর ও নড়াইল জেলা। গ-গ্রুপে খেলবে বাংলাদেশ পুলিশ, বাগেরহাট,মাদারীপুর ও দিনাজপুর জেলা। ঘ-গ্রুপের খেলবে স্বাগতিক যশোর, জামালপুর,ঢাকা ও কিশোরগঞ্জ জেলা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ আনসার বনাম হবিগঞ্জ জেলা। প্রতিদিন সকাল ৭ টায় খেলা শুরু হয়ে মধ্যাহ্ন বিরতি দিয়ে চলবে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। আগামী সোমবার প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সম্ভাব্যা ব্যয় ধরা হয়েছে সাড়ে ১২ লাখ টাকা। আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী দল সমূহকে যাতায়াত, থাকা, খাওয়া খরচ প্রদান করা হবে। প্রতিযোগিতা উপলক্ষে একটি উপদেষ্টা ও একটি সাংগঠনিক কমিটিসহ মোট ১১টি উপকমিটি করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় আনুষ্ঠানিক ভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। তিনি প্রতিযোগিতার সফল পরিসমাপ্তির জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম,যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকসদে সফী,মির্জা আখিরুজ্জামান সান্টু,অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল,যুগ্ম-সম্পাদক এবি এম আখতারুজ্জামান প্রমুখ।