শার্শা ও বেনাপোল বিএনপির ৬৬ নেতা- কর্মীর নামে মামলা, আটক ৪

0

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)॥ যশোরের শার্শা ও বেনাপোল পুলিশ আবারও ৬৬ জন বিএনপি নেতা- কর্মীর নামে নাশকতার গায়েবি মামলা দায়ের করেছে। আটক করেছে ৪ জনকে। অজ্ঞাত আসামি করেছে আরও ২শ জনকে। মামলায় শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ এস এম আকিুল ইসলাম বাদি হয়ে ২৪ জনের নামে ও বেনাপোল পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান বাদি হয়ে ৪২ জনের নামে মামলা দায়ের করেন। মামলায় শার্শা থানা পুলিশ রাজু আহম্মেদ (৩৫) ও মনিরুজ্জামান (৪০) নামে ২ জনকে ও বেনাপোল পোর্ট থানা পুলিশ আব্দুর রাজ্জাক (৫৮) ও শরীফুল ইসলাম (৩১) নামে ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার অন্য আসামিরা হলেন শার্শা থানা দক্ষিণ বারুজবাগান গ্রামের আবু জাফরের ছেলে রাজু আহম্মেদ (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৪০),শার্শা উপজেলা বিএনপির আহবায়ক শার্শা কামারবাড়ি মোড় দফাদারপাড়ার মরহুম দাউদ হোসেনের ছেলে খায়রুজ্জামান মধু (৭০), শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দক্ষিণ বুরুজবাগান গ্রামের মরহুম আব্দুল বিশ্বাসের ছেলে আবুল হাসান জহির(৬০), ত্রিমহিনি গ্রামের মরহুম আব্দুল মতিন গাজীর ছেলে আলমগীর হোসেন ( (৪০), দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুর রউফের ছেলে মকলেছুর রহমান( (৪০), মৃত আবুল গুনিনের ছেলে আব্দুস সালাম ( ৩৩), মৃত আব্দুল ওহাবের ছেলে রানা (৩৫), রেলবাজারের আব্দুর রাজ্জাকের ছেলে জিয়া (৪০), দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে হাফিজুর রহমান( (৫৫), যাদবপুর গ্রামের মৃত হানিফের ছেলে মেহেদী হাসান জনি( ৩৫), দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে সিরাজুল ইসলাম( ৫১), আমির হোসেন মোড়লের ছেলে ইউছুপ আলী( ৩৯), মৃত আবুতি মোড়লের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০), আনছার আলীর ছেলে মতিয়ার রহমান ( ৪৫),হামজের আলী (৬৫), বলিদাদাহ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ফজলুর রহমান( ৫০), দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে শরিফুল ইসলাম চুকুলি( ৩৩), আব্দুল গুনিনের ছেলে আলাউদ্দিন আলাল (৩৯), বাগআঁচড়া গ্রামের তোফাজ্জেল হোসেন তাইজেলের ছেলে আসাদুজ্জামান মিঠু( ৪৯), রুপচাঁনের ছেলে শাহাজান কবির(৪৮),গোগা হাজামপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে ওজিহার রহমান (৪০) ও ছোট নিজামপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুর রউফ মন্টু( ৫৪)সহ অজ্ঞাত ৪০/৫০ জন।
অপরদিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের দেয়া নাশকতার গায়েবী মামলায় আসামিরা হলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক নুলুজ্জামান লিটন( ৫২),বেনাপোল পৌর বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন(৬০),বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন( ৫৮),বেনাপোল পৌর কাউন্সিলর আব্দুল আহাদ ( ৫২), শিবনাথপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে মফিজুর রহমান( (৪৫), বালুন্ডা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে, সলেমান হোসেন( ৫০), জবেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৮), নূর আলী ভুগার ছেলে আশরাফুল ইসলাম (২৭),আলা মোড়লের ছেলে পলাশ( ৩২),বোয়ালিয়া গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে মরিফুল ইসলাম( ৩১), খলশী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল কাদের( (৫২), পুটখালী গ্রামের মৃত গোলজারের ছেলে লিয়াকোত আলী মেম্বার( (৫০), তবি মোড়লের ছেলে ওলিয়ার রহমান( ৪০), বড় আঁচড়া গ্রামের সায়েদ আলীর ছেলে ইদ্রিস আলী বাবু(৪৫), ছোট আঁচড়া গ্রামের আজগর আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া( ৪৫), হাবিবুর রহমানের ছেলে ইস্রাফিল হোসেন ( ৫১),বেনাপোল পাটবাড়ি গ্রামের মতিয়ার রহমানের ছেলে দিপু ( ৪২), গয়ড়া গ্রামের লিয়াকোত আলীর ছেলে তরিকুল ইসলাম( ৩৮), সাদিপুর গ্রামের মৃত আয়ুব হোসেনের ছেলে নাসিমুল গনি ল্টু( ৬০), মৃত রফু উদ্দিনের ছেলে আক্তারুজ্জামান( ৫২), মৃত আব্দুল জলিলের ছেলে কাহার আলী(৫৫), নামাজ গ্রামের ইব্রা মোড়লের ছেলে ইয়ার আলী(৪৬), গাতিপাড়া গ্রামের মৃত খোরশেদ মাস্টারের ছেলে আলমগীর হোেেসন(৫০), মৃত হাবিবুর রহমান হবির ছেলে মো. জুলু(৪৫), কাগজপুকুর গ্রামের মিজানুর রহমান মাস্টারের ছেলে হাফিজুর রহমান টিটু( ৩৮), দিঘীরপাড় গ্রামের মৃত জমসের আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫), ভবেরবেড় গ্রামের মৃত জজ মুন্সির ছেলে শাহাবুদ্দিন,মোমিন উদ্দিনের ছেলে কামাল হোসেন( ৪২), মো. ফরিদের ছেলে মো. মাস্টার ( ৪০),মোমিন উদ্দিনের ছেলে মোস্তফ কামাল (৪২),বোয়ালিয়া গ্রামের আবজেলের ছেলে মাস্টার সাহেব আলী ( ৫৫), বেনাপোল বাওড় কান্দার সাহেব আলীর ছেলে মো. শাহিন খা (৬৫), ধান্যখোলা গ্রামের ফাইজ আলীল ছেলে আব্দুল মাজেদ( ৬০), বাহাদুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে লিংকন( ৫৫), ডুপপাড়া কেরামত আলীর ছেলে শাহ জামাল( ৪৫), শাখারীপোতা গ্রামের ইমান আলীর ছেলে কুরবান আলী(৫০), বড়আঁচড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন( ৩০), ভবারবেড় গ্রামের মৃত মারফত আলীর ছেলে ইমদাদুল হক ইমদা(৪০), গাজীপুর গ্রামের আবদুল খালেকের ছেলে রেজাউল ইসলাম( ৫৩) ও রঘুনাথপুর গ্রামের মৃত ময়নূদ্দীন মল্লিকের ছেলে বেলায়েত হোসেন বিলা( ৫৪)।
শার্শা ও বেনাপোল পৌর বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, হঠাৎ করে পুলিশের এমন পরিকল্পিত নাশকতা মামলার কারণে শার্শা ও বেনাপোল এলাকা বিএনপিতে নেতা শূন্য হয়ে পড়েছে। শার্শা ও বেনাপোলে নাশকতা বা কোন প্রকার সহিংশতা না হলেও আগের মত নাটকীয়ভাবে মামলা করেছে পুলিশ।