দুর্দশাগ্রস্ত পরিবারকে অর্থ প্রদানে দুর্নীতি বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

0

লোকসমাজ ডেস্ক॥ করোনায় দুর্দশাগ্রস্ত পরিবারকে ২৫০০ টাকা করে প্রদানে দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। সুবিধাভোগী ব্যক্তির নাম এবং মোবাইল নম্বরের তালিকা প্রকাশেরও পরামর্শ দিয়েছে দলটি। রোববার দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, সরকারদলীয় কথিত দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা গরিব পরিবারগুলোর জন্য বরাদ্দকৃত অনুদানের অর্থ নিজেরা এবং নিজেদের আত্মীয়-স্বজনরা ভাগ বাটোয়ারা করে খাওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করছে।
নগদ অর্থ প্রাপ্তির সুযোগ থেকে অনেক দরিদ্র পরিবার যেমন বাদ পড়ে যাচ্ছে, তেমনি দলীয় পরিচয়ে অনেক পরিবারের একাধিক ব্যক্তি, ধনী, চাকুরীজীবি এবং স্বচ্ছলরাও তালিকায় ঢুকে যাচ্ছে। আবার কোথাও দেখা গেছে একই মোবাইল নাম্বারে শতাধিক এমনকি দুই শতাধিক মানুষের নাম। তারা বলেন, সরকারি ত্রাণ বিতরণে জনপ্রতিনিধিদের চরম চুরি-চামারি ও দুর্নীতির কারণে, তাদের প্রতি আস্থা হারিয়ে দরিদ্রপরিবারগুলোর জন্য বরাদ্দকৃত নগদ অর্থ তাদের নিজস্ব মোবাইল নাম্বারে সরাসরি প্রেরণের উদ্যোগ খুবই প্রশংসনীয় ও সময়োাপযোগী। কিন্তু টপ টু বটম রাষ্ট্রের এবং জনগণের সম্পদ লুটেপুটে খাওয়ার উদগ্র বাসনা চরিতার্থের মচ্ছব চলছে। ইসলামী আন্দোলন নেতারা বলেন, আমরা চাই দুর্দশাগ্রস্তদের জন্য বরাদ্দকৃত অর্থ প্রকৃত গরিব পরিবারগুলোই পাক। যাতে প্রকৃত দুর্দশাগ্রস্ত পরিবারগুলো বঞ্চিত না হয়।