বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

0

বাগেরহাট সংবাদদাতা॥ আনন্দ ও উচ্ছাসের মধ্য দিয়ে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন করলেন প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার সকালে বিদ্যালয়ের অ্যাসামসেম্বলি শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মাঠে এসে শেষ করা হয় । পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুগ্ম-সচিব অজিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার আরিফুল হক, উদযাপন কমিটির সদস্য সচিব ডাক্তার মোশারফ হোসেন প্রমুখ। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্য, হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলন মেলায় পরিণত হয়।