যশোরে মুদি ব্যবসায়ীর ৭০ হাজার টাকা ছিনতাই, আটক ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার দত্তপাড়ায় গত বুধবার বিকেলে তাজ উদ্দীন নামে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুই দুর্বৃত্তকে হাতেনাতে আটক করেন স্থানীয় লোকজন। তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়েছে।
দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল মুজিদের ছেলে মুদি ব্যবসায়ী তাজ উদ্দীনের অভিযোগ, যশোর শহরের বড়বাজার থেকে মুদি মালামাল কিনে বিকেল ৪টার দিকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে দত্তপাড়ার স্বপ্নছোঁয়া ফিউচার পার্কের সামনে পৌঁছালে ৪ দুর্বৃত্ত তার ইজিবাইকের গতিরোধ করে। পরে তারা তাকে মারধর ও ছুরিকাঘাত ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে জাকির হোসেন জয় (৩৫) ও মাহমুদুল ইসলাম (৩৬) নামে দুই জনকে হাতেনাতে আটক করেন। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৭০ হাজার টাকার মধ্যে ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকদ্বয়ের মধ্যে মাহমুদুল ইসলাম সদর উপজেলার ভায়না দক্ষিণপাড়ার গোলাম মোস্তফার ছেলে এবং জাকির হোসেন জয় শহরের বারান্দী মোল্লাপাড়ার লাল মিয়ার ছেলে। এ সময় তারা স্বীকার করে তার পলাতক দুই সহযোগীর নাম বিল্লাল ও জাহিদুল। এর মধ্যে বিল্লালের বাড়ি সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে এবং জাহিদুলের বাড়ি আরবপুরে।  পুলিশ জানায়, আটক দুই দুর্বৃত্তকে উত্তেজিত লোকজন পিটুনি দিয়েছে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় তাজ উদ্দীন কোতয়ালি থানায় মামলা করেছেন।