চৌগাছায় স্মার্ট বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়সভা

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় স্মার্ট বাংলাদেশ গঠনে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আইটি বিশেষজ্ঞ মোস্তফা আশীষ ইসলামের উদ্যোগে রোববার সকালে প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল দেশ গঠন করা সম্ভব হয়েছে। যার সুযোগ সুবিধা জনগণ ভোগ করছে এবং নিজেদের প্রয়োজনে প্রযুক্তির ব্যবহার করতে সক্ষম হচ্ছে। তবে আশার কথা হচ্ছে দ্রুততার সাথে আমরা স্মার্ট বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি। মতবিনিময়সভায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক একেএম শামীম আল মামুন শাহীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি বাবলুর রহমানসহ উভয় ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।