চুড়ামনকাটিতে বিএনপি নেতা নুর জালালের ইন্তিকাল

0

 

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ২ নম্বর ওর্য়াডের তিনবারের নির্বাচিত ইউপি সদস্য নুর জালাল গাজী (৮০) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।   মঙ্গলবার সকাল ৮ টার সময় তিনি বার্ধক্যজনিত কারণে খিতিবদিয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একাধিকবার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। নুর জালাল গাজী ইউনিয়ন বিএনপি নেতা বিপ্লব গাজীর পিতা। মঙ্গলবার খিতিবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছরের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বিএনপি নেতা নুর জালাল গাজীর মুত্যুর সংবাদ শুনে মরহুমের বাড়িতে যান যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী।
জানাযার নামাজে অংশ নেন মরহুমের ভাই মেজর রেজাউল করিম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেব, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান টিটুল, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, থানা বিএনপি নেতা নুর ইমাম, আসাদুজ্জামান শাহিন, ইউপি সদস্য তোহিদুল ইসলাম, কাইয়ূম হোসেন দিপু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রায়হান তুহিন, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।