ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিলেন মাস্ক

0

 

 

লোকসমাজ ডেস্ক ।। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন কর্ণধার ইলন মাস্ক। রবিবার (২০ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত জরিপে টুইটার ব্যবহারকারীরা ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার ব্যাপারে সম্মতি জানালে এ সিদ্ধান্ত নেন মাস্ক। এক টুইটবার্তায় মাস্ক জানিয়েছেন, দেড় কোটি টুইটার ব্যবহারকারীর মধ্যে প্রায় ৫১ দশমিক আট শতাংশ ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পক্ষে ভোট দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প টুইটারে নাও ফিরতে পারেন। ট্রাম্প বলেছেন, তিনি ফেরার কোনও কারণ দেখছেন না। উল্লেখ্য, সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে ২০২১ সালে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। সেবছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনের মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেয়ার পরপরই এ সিদ্ধান্ত নেয় টুইটার। টুইটারে নিষিদ্ধ হওয়ার পর ‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম চালু করেন ট্রাম্প। অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেয়ার পর তিনি ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেবেন কিনা সে প্রশ্ন উঠতে শুরু করে। ৮ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি সরাসরি সে প্রশ্নের জবাব দেননি।