ঝিকরগাছায় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী শরিফুল ইসলামকে সংবর্ধনা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় প্রাথমিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় শরিফুল ইসলামকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মাজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত শরিফুল ইসলাম, ইউপি সদস্য তবিবর রহমান উজ্জল, সরকারী শহীদ মশিয়ুর রহমান কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ হাফিজুর রহমান, আব্দুস সাত্তার, তোফাজ্জেল হোসেন, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিসা আক্তার প্রমুখ।