মহম্মদপুরে দরিদ্র কৃষকের এক একরের কলাবাগান কেটে সাবাড়

0

 

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে দরিদ্র কৃষকের লাগানো এক একর জমির কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক নূর আলী ফকির। রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক থানায় অভিযোগ করেছেন। সূত্র জানায়, উপজেলার রায়পুর গ্রামের মৃত লিয়াকত হোসেনের স্ত্রী মমতাজের নিকট থেকে এক একর দশ শতক জমি তিন বছরের জন্যে লিজ নেন একই এলাকার মৃত মোকাদ্দেস ফকিরের ছেলে দরিদ্র কৃষক নূর আলী ফকির। এরপর তিনি ওই জমিতে প্রায় ৭৫ হাজার টাকা ব্যয়ে দুই হাজারটি কলা গাছের চারা রোপণ করেন। এ জমির মালিকানা দাবি করে মাগুরা আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন পাশের কাশিপুর গ্রামের শওকত হোসেন। আদালত নিষেধাজ্ঞা জারি করে। ২০২৩ সালের ২৪ জানুয়ারি আদালতে শুনানির দিন ধার্য রয়েছে। গত রোববার রাতে নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিরোধিরা জমিতে লাগানো সব কলাগাছ কেটে ফেলেছেন। এতে জমির লিজ গ্রহিতা দরিদ্র কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে। দিশেহারা কৃষক নূর আলী ফকির বিরোধীদের নামে মহম্মদপুর থানায় অভিযোগ করেছেন।  নূর আলী ফকির বলেন, ‘আমার সব ওরা শেষ করে দেছে। আমি দোষীদের বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি। প্রতিপক্ষ শওকত হোসেন বলেন, রাতের আঁধারে কে বা কারা কলাগাছ কেটেছে তা জানি না। তবে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ দিয়েছে। ওসি অসিত কুমার রায় বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশও গিয়েছে, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।