পাইকগাছায় নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছার হরিঢালী ইউআরএইচএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে অবৈধ নিয়োগ বাতিল ও প্রধান শিক্ষক উত্তম কুমার দাশের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উলুডাঙ্গা রহিমপুর বাজারে অভিভাক ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন আব্দুল গণি মোড়ল। বক্তব্য রাখেন সঞ্জয় মজুমদার, শহীদুজ্জামান মোড়ল, দিনু মজুমদার, বিদ্যালয়ের পিটিআই সদস্য মীর ইদ্রিস আলী, মো: বাচ্চু মোড়ল ও ভুক্তভোগী মোক্তার হোসেন। মানবন্ধনে বক্তারা বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারী কাম নৈশ প্রহরী পদে মোক্তার হোসেনের কাছ থেকে ৭ লাখ টাকা গ্রহণ করা হয়। তবে প্রশান্ত সরকার নামে এক ব্যক্তি ১০ লাখ টাকা দেয়ায় মোক্তারকে চাকরি না দিয়ে প্রশান্তকে চাকরি দেয়া হয়।
প্রধান শিক্ষক ১ লাখ টাকা ফেরৎ দিলেও অবশিষ্ট ৬ লাখ টাকা না দেয়ায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোক্তার হোসেন মামলা করেছেন।