পাঠ্যসূচি থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

0

 

স্টাফ রিপোর্টার ॥ পাঠ্যসূচি থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা। রোববার প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ নতুন সিলেবাস থেকে নাস্তিক্যবাদ ও ধর্মহীন শিক্ষা বাদ না দিলে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। তারা বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড, সভ্যতার মাপকাঠি। আর সুশিক্ষা ব্যতিত কোন জাতি সভ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। নীতি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছাড়া কোন জাতি উন্নতির শিখরে উঠতে পারে না। সরকার কর্তৃক প্রবর্তিত জাতীয় শিক্ষানীতির প্রাক-কথনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যে ধর্ম,বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেয়ার কথা বলা হলেও, বাস্তবে প্রধানমন্ত্রীর মন্তব্যের বিপরীতে শিক্ষা কারিকুলাম ২০২১-এ ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে মূল্যবোধ ও নৈতিকতার নামে ইসলাম শিক্ষাকে এক প্রকার উপেক্ষা করা হয়েছে। গেল ২০২২ সালের এস এস সি পরীক্ষায় ইসলাম ধর্ম শিক্ষা বাদ দেয়া হয়েছে । যা প্রধানমন্ত্রীর বক্তেব্যের সম্পূর্ণ বিপরীত । বিষয়টি এদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ২০১০ সালের শিক্ষা নীতিতে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিজ নিজ ধর্ম ও নৈতিকতা শিক্ষার মাধ্যমে উন্নত চরিত্র গঠনে সহায়তা করা। সেখানে বর্তমান শিক্ষা কারিকুলামে ইসলাম ধর্ম শিক্ষাকে শুধু সঙ্কুচিত করা হয়নি বরং রীতিমত ইসলাম শিক্ষার সাথে উপহাস করা হয়েছে। ইসলাম ধর্ম শিক্ষাসহ বাংলা সাহিত্য, ইতিহাস,সমাজবিজ্ঞান পাঠে ইসলামী আকিদা সংক্রান্ত বিষয়সমূহ যেমন সঙ্কুচিত করা হয়েছে তেমন অপরদিকে কৌশলে ইসলামী আকিদা বিরোধী বিভিন্ন বিষয় ও পরিভাষার অনুপ্রবেশ ঘটানো হয়েছে। যা সুশীল ও শিক্ষিত মহল মনে করে, বর্তমান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত শিক্ষা কারিকুলামে এদেশের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্ঠির ইচ্ছা ও আকাঙ্খার প্রতিফলন না ঘটিয়ে দেশে অশান্তির বীজ বপন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। মানববন্ধানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আব্দুল হালিম,সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন,সহসভাপতি মফিজুল আলম খোকা,কাজী নূর হোসেন,যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস এম মহসিন, প্রচার সম্পাদক আবুল বাশার প্রমুখ। পরে নেতৃবৃন্দ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচলাক মো. হুসাইন শওকত স্মারকলিপি গ্রহণ করেন।