পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ায় ২ ডিলারের দণ্ড

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল ওজনে কম দেয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে প্রশাসন। গত দুদিনে ওজনে কম দেয়ার অপরাধে দু ডিলারকে জেল জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাঁদখালী বাজারের ডিলার এসএম শরিফুল ইসলাম ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিক্রি করছিলেন। সেখানে ৩০ কেজির জায়গায় ২৮-২৯ কেজি দেয়ার অভিযোগ উঠে। এ খবরে সরেজমিন অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। চাল কম দেয়ার অভিযোগে ডিলার এসএম শরিফুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে, বুধবার বিকেলে উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজারে একই অপরাধে ডিলার আব্দুল কুদ্দুস সরদারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন।একই সাথে তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয় এবং অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও মমতাজ বেগম জানান।