দ.কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

0

লোকসমাজ ডেস্ক ।। দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় গংউন প্রদেশের উপকূলীয় ইয়াজিয়াং কাউন্টিতে রবিবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর দিয়েছে। ইয়োন হাপ জানায়, দমকল বাহিনীর কর্মীরা হেলিকপ্টারের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে পাঁচটি লাশ উদ্ধার করেছে। খবরে বলা হয়, স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়। বনভূমির দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালানোর সময় ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।