জনসভায় সংঘর্ষ

0

মাসুদ রানা বাবু ॥ যশোরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জনসভা মঞ্চের সামনে বসানো নিয়ে সংঘর্ষে জড়িয়ে যান যশোরে শীর্ষ তিন নেতার অনুসারীরা। জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেয়ার মাঝামাঝি সময় মঞ্চের সামান্য দূরে তিন প্রভাবশালী নেতার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বোতল চালাচালির মধ্য দিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। বেশকিছু সময় ধরে পাল্টাপাল্টি বোতল ছোড়াছুড়ির এ অবস্থা চলতে থাকে। একপর্যায়ে সেটি বন্ধ হয়ে যায়। পরে জনসভার প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের শুরুতে আবারও শীর্ষ তিন নেতার অনুসারীরা পাল্টাপাল্টি বোতল ছুড়তে থাকেন। একটা পর্যায়ে তারা ধস্তাধস্তি করতে থাকেন । ততক্ষণে প্রশাসন বড় ধরনের সহিংসতা ঘটার আগেই তাদের নিবৃত্ত করে । নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মীরা জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ,৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়,৬ আসনের সদস্য শাহীন চাকলাদারের অনুসারীরা বসা নিয়ে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। মূলত সমাবেশ শুরুর পর থেকে বসা নিয়ে তাদের দ্বন্দ্বের সূত্রপাত হয়। একে একে অপরকে অশ্রাব্য গালিগালাজ করতে থাকেন।