ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের ১৯শিক্ষক ও ১০কর্মচারী সরকারিকরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের ১৯শিক্ষক ও ১০কর্মচারীকে সরকারি করণ করা হয়েছে। গত ২০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শাম্মী আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের ১৯জন শিক্ষক ও ১০জন কর্মচারী সরকারিকরণ হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ৮৬, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলমসহ সহকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ।