দুই চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।  বুধবার সকালে আকষ্মিক অভিযানের ভোক্তা অধিকার দু’জন চাল ব্যবসায়ীকে ১১হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলার সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবীব। এসময় তার সহযোগী হিসেবে ছিলেন ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার ও জেলা পুলিশের একটি টিম।
এসময় ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া এলাকার মেসার্স আল আমিন অটো রাইস মিলকে নগদ ১০হাজার টাকা ও গদখালি এলাকার রহমান ট্রেডার্সকে ১হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। মেসার্স আল আমিন অটো রাইস মিলে ভারতীয় লোগো সম্বলিত প্লাস্টিক বস্তায় চাল বিক্রি ও সংরক্ষণে রাখার দায়ে ও রহমান ট্রেডার্সকে চালের মূল্য তালিকা ব্যবহার না করায় এই অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া প্লাস্টিকের বস্তার চাল বিক্রি বন্ধ করে বস্তাভর্তি চালগুলো পুনরায় চটের বস্তায় ভরে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবীব জানিয়েছেন।