দুই রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

0

 

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশে নিযুক্ত নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে করেছে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন ও সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ড বৈঠকে অংশ নেন। এ ছাড়া সুইডেন দূতাবাস রাজনৈতিক ও বাণিজ্যিক প্রথম সচিব আনা সোয়ান্তেসন বৈঠকে উপস্থিত ছিলেন’। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকের বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন ব্যবস্থাসহ দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সামনে যেহেতু নির্বাচন তো তা নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে। কারণ নির্বাচনের বিষয়টি বন্ধুপ্রতীম সব দেশের মাথায় রয়েছে। কারণ তাদের কাছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সবার কনসার্ন আছে।’ বিএনপির এ নেতা বলেন, ‘ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এক অনুষ্ঠানে বলেছেন, এটা বিশ্বজুড়ে সবার কনসার্ন। সবাই তো চাইবে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। একটা নির্বাচিত সংসদ আসুক। সেটার ওপর তারা (রাষ্ট্রদূতরা) আলাপ করেছেন, জানতে চেয়েছেন আগামী দিনগুলো কী হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে।’এর আগে সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে বিএনপির এ নেতা ছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন।