রামপালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৯ কোটি টাকার ক্ষতি

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রামপালে প্রায় ৯ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রামপাল উপজেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্রে জানা গেছে ২৩ ও ২৪ সেপ্টেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড় সিত্রাং এ উপজেলার ১০ ইউনিয়নে ৭৪ টি কাঁচা ঘর সম্পূর্ণভাবে ও ১৪৯ টি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৭০০ জন। এ উপজেলায় একজন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাছপালা উপড়ে পড়েছে। কৃষিতে কিছুটা ক্ষতি হলেও আমন আবাদের কৃষকরা উপকৃত হয়েছেন। হাঁস-মুরগী মারা গেছে ১ হাজার ১৫০ টি। যার অনুমানিক মূল্য ৩ লাখ ১০ হাজার ৫ শ টাকা। বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে ৩৩ লাখ ১০ হাজার টাকার। পাকা সড়কের আংশিক ক্ষতি হয়েছে ৩০ লাখ টাকার আর আংশিক ক্ষতি হয়েছে ৫০ লাখ টাকার। উচ্চ বিদ্যালয়ের ক্ষতি হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকার। হাসপাতালের ক্ষতি হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকার। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য চাষিদের। পুকুর ও জলাশয়ের মাছ ভেসে ৩ কোটি ৫১ লাখ টাকার ও বেশি ক্ষতি হয়েছে।
রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলমান রেখেছি। এখনো বিভিন্ন ইউনিয়ন থেকে ক্ষয়ক্ষতির জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম। ঝড়ো হাওয়া ও অতিবর্ষণে বেশ কিছু গাছপালা উপড়ে পড়েছে। কাঁচা ঘরবাড়ি, বিদ্যালয়, কমিউনিটি হাসপাতাল, হাস-মুরগী, সড়কসহ কিছু অবকাঠামোর ক্ষতি হয়েছে। আমরা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি যার পরিমাণ প্রায় ৮ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৫০০ টাকার মতো। উপজেলা তাৎক্ষণিকভাবে ১০ ইউনিয়নে কিছু ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।