রাজগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ নারী আটক

0

 

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে  পুলিশ অভিযান চালিয়ে দুইশ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঝাঁপা ইউনিয়ন পরিষদের সামনে থেকে আকলিমা বেগম ওরফে বুড়ি নামের ওই নারী মাদক ব্যবসায়ীকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা আটক করে। আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গালদা গ্রামের ময়েম দফাদারের মেয়ে আকলিমা বেগম ওরফে বুড়ি (৪৫) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ২০০পিস ইয়াবা বিক্রির জন্য রাজগঞ্জ বাজার সংলগ্ন ঝাঁপা ইউনিয়ন পরিষদের সামনে আসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বনী ইসরাইলের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে। পরে আটক আকলিমাকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
এ ব্যাপারে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ পরিদর্শক বানী ইসরাইল জানান, মাদকসহ এক নারীকে আটক করলেও মূল আসামি হেলাঞ্চি মোল্লাপাড়া গ্রামের মৃত গফুর মোড়লের ছেলে আব্দুস সাত্তার (৫২) পালাতক রয়েছেন। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।