যশোরে আন্তঃস্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও ব্যাডমিন্টন পরিষদের আয়োজনে যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তঃস্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট।  শনিবার জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে এক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। ব্যাডমিন্টন পরিষদের সহ-সভাপতি এবিএম আখতারুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, ব্যাডমিন্টন পরিষদের সম্পাদক ইউসুফ হাসান প্রমুখ । দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এর মধ্যে ৪৬ জন বালক এবং ১৩ জন বালিকা । আজ রোববার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।