চৌগাছায় খেজুর গাছের চারা রোপণ

0

এম এ রহিম, চৌগাছা (যশোর)॥ যশোরের যশ খেজুরের রস রক্ষায় ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণ নামে একটি সংগঠনের আয়োজনে উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর গ্রামের হাফিজুর রহমানের বাড়ির সামনে থেকে ময়না আলীর বাড়িীপর্যন্ত খেজুর গাছের চারা রোপণ করা হয়।
রোববার সকালে এ কর্মসূচিতে অংশ নেন চৌগাছা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিচসুর রহমান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সংগঠনটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী আবু বক্কর। এছাড়াও এই সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ স¤পাদক সাহেব আলী, পরিবেশ বিষয়ক স¤পাদক মেহেদী হাসান শাকিল, ইউপি সদস্য শাহজামাল, গাছিদের মধ্যে উপস্থিত ছিলেন ফতেপুর গ্রামের গাছি শামছুর রহমান, ইরাদ আলী, ভাদড়া গ্রামের শরু মিয়া, কুষ্টিয়া গ্রামের কেসমত আলী প্রমুখ।
এদিকে শুক্রবার দুপুরে খেজুরের রস রক্ষায় উপজেলার ফতেপুর গ্রামের গাছি মক্কেল আলীর বাড়িতে এলাকার শতাধিক গাছিকে নিয়ে গাছি সমাবেশ করা হয়।

খেজুর চারা রোপণ শেষে তরুণ কৃষি উদোক্তা চৌগাছা উপজেলার একমাত্র ত্বীন ফলের চাষি যশোর সরকারি এম এম কলেজের ছাত্র ইয়াসির আরাফাত রকির ত্বীন ফলের বাগান পরিদর্শন করেন। সংগঠনটির সভাপতি আবু বক্কর জানান, এ বছর ইউনিয়নের বিভিন্ন সড়কে পাঁচ হাজার খেজরি গাছের চারা রোপণ করা হবে।