মটর পার্টস টায়ার টিউব ব্যবসায়ী সমিতি নির্বাচন ২৫ পদে ৩৯ জনের মনোনয়নপত্র দাখিল

0

 

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মটর পার্টস টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৫ টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৩৯ প্রাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. মো. ইসহকের কাছে মনোনয়নপত্র জমা দেন। দুটি প্যানেলের মধ্যে ঠান্ডু-সবুজের নেতৃত্বাধীন প্যানেল সবকটি পদে এবং শরীফ- সায়েমের নেতৃত্বাধীন প্যানেল ১৩ টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ২৫ টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে শাহিনুর হোসেন ঠান্ডু ও শরীফ বাবলু,সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন সবুজ ও সায়েম সিদ্দিক,সহ-সভাপতি মশিয়ার রহমান,সিরাজুল ইসলাম,ওবায়দুল করিম ও মো সেলিম রেজা, যুগ্ম-সম্পাদক পদে ইমদাদুল হক ও শাহ্নেয়াজ সিদ্দিকী,সহ-সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম, উজির আলী,রেজোয়ান আহমেদ,শমসের আলী, দপ্তর সম্পাদক পদে রাজু আক্তার, ক্রীড়া সম্পাদক পদে আলী রেজা ও সবুজ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান দিলু ও আব্দুস সালাম, প্রচার সম্পাদক পদে শেখ সুলতান আহমেদ ও এস এম আলম, কোষাধ্যক্ষ পদে শওকত আলী রনি ও মুরাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে আব্বাস আলী ও ইমদাদুল হোসেন রাজু, সদস্য পদে আলীম চৌধুরী, আব্দুল জলিল, জাহিদ হোসেন,শাকিল আহমেদ,ওলিউর রহমান,গহর আলী পাপ্পু, শাহনেওয়াজ রুশো, ইবাদ আলী,তুহিন হোসেন, নাজিম আহমেদ, শেখ আব্দুল মজিদ মোহাম্মদ রনি ও মোহাম্মদ রাসেল। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার অ্যাড. শাহরিয়ার বাবু ও অ্যাড. আসাদুজ্জামান।