চৌগাছায় সড়কের দুই পাশের মরা গাছগুলো যেন মরণফাঁদ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন সড়কের দুইপাশে অসংখ্য মরাগাছ এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য ঝড় বৃষ্টি ও দমকা বাতাসে গাছের ডাল এমনকি মরাগাছ ভেঙ্গে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। উপজেলার প্রায় সড়কেই এসব মরা গাছগুলো ঠাই দাঁড়িয়ে থাকায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
চৌগাছা-যশোর, চৌগাছা-ঝিকরগাছা, চৌগাছা-মহেশপুর, চৌগাছা-কোটচাঁদপুর, চৌগাছা-কাশিপুর সড়কগুলোর দুইপাশে জেলা পরিষদের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। বিভিন্ন সময়ে নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক গাছ মারা গেছে। এছাড়া ফসলি জমির পাশে গাছ থাকায় এই সব গাছের ছায়া ও পাতায় নষ্ঠ হচ্ছে ফসল। তারা নানা কৌশলে সড়কের পাশে এই গাছ মেরে ফেলার উদ্যোগ নেয়, সে কারণে অনেক গাছ মারা গেছে বলে জানান সংশ্লিষ্ঠ এলাকাবাসী। এছাড়া সরকারি গাছ কেটে বিক্রি করা এক শ্রেণির গাছখেকো রাতের আঁধারে গাছগুলো মারতে ব্যবহার করছে নানা অপকৌশল। গাছের বাকল চারিপাশ গোলাকৃতিভাবে কেটে (গাছের গোড়া থেকে দেড় থেকে দুই হাত উপরে এমনটি করা হচ্ছে)। কখনো আবার গাছের গোড়ায় অতি মাত্রায় রাসায়নিক সার ব্যাবহার করা হচ্ছে হচ্ছে। একই সাথে দেয়া হচ্ছে লবণ। এসব পদ্ধতি ব্যবহারের ফলে গত কয়েক বছর ধরে বিভিন্ন সড়কে শশ গাছ মারা গেছে।
সরজমিনে দেখা গেছে, চৌগাছা-ঝিকরগাছা সড়কে প্রতিদিন ছোট বড় অসংখ্য যানবহন চলাচল করে। এছাড়া সড়কের পাশে রয়েছে শশ বসতবাড়ি। মরা গাছের কারণে পথচারীসহ বসবসকারীরা রয়েছেন আতঙ্কে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, গাছগুলো ঝুঁকিপূর্ণ অবস্থাতে দাঁড়িয়ে আছে । বিষয়টি আমি জেনেছি। তবে ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসরণের জন্য কেউ লিখিত অভিযোগ দেয়নি। সড়কের গাছগুলো জেলা পরিষদের, বিষয়টি আমি দ্রুতই জেলা পরিষদকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।