নওয়াপাড়া পৌর বিএনপির নেতৃত্ব প্রত্যাশী ৯

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নওয়াপাড়া পৌর বিএনপির শীর্ষ চারটি পদের নির্বাচনে ৯ জন নেতৃত্ব প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।  মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয় থেকে নির্বাচন কমিশনার সিরাজুল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চারটি পদের মধ্যে সভাপতি পদে আবু নঈম ও শাহ মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম মোল্লা, সেলিম রেজা ও জাকির হোসেন এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান জনি, মুজিবর রহমান, শেখ রফিকুল ইসলাম ও এম সামাদ খান মনোনয়ন সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, নির্বাচন কমিশনার অ্যাড. আমিনুর রহমান। আগামীকাল বুধবার একই স্থানে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেয়া হবে। পরে দুপুর ২ টা থেকে বিকেল ৫ পর্যন্ত যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। যাচাই বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৯ অক্টোবর রোববার দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে ভোট গ্রহণ করা হবে।