রাজগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

0

 

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মইিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে চুরি হয়েছে। চোরেরা কৌশলে প্রতিষ্ঠানে তালা খুলে এক ট্রাক পাট চুরি করে পালানোর চেষ্টা করে। বিষয়টি দোকান মালিক টের পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেন। খবর পেয়ে টহলরত পুলিশ ধাওয়া করে মদনপুর কলেজ মোড় এলাকা থেকে পাট বোঝাই ট্রাকটি আটক করলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। এ সময় আটক ওই ট্রাক থেকে ৬০ বস্তা পাট উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে  রাজগঞ্জ বাজারে। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বানী ইসরাইল জানান, রাত দুইটার দিকে দোকান মালিকের কাছ থেকে চুরির খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করি। অভিযানের প্রায় একঘন্টা পর ঢাকা মেট্রো-ন- ১৯-৩৪৩৯ নম্বরের পাট বোঝাই ওই ট্রাকটি আটক করতে সক্ষম হই।