বিভিন্ন স্থানে বিএনপির প্রতিবাদ সমাবেশ

0

লোকসমাজ ডেস্ক॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে গতকাল বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ, আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলা এবং সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এ কর্মসূচি নেয়া হয়।
খুলনা : খুলনার সমাবেশে নির্বাচন কমিশন ঘোষিত আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাখ্যান করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, কোন রোডম্যাপে কাজ হবে না। ভোট হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তার আগে এই অবৈধ ফ্যাসিবাদী নিশিরাতের সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের রক্তে সারা দেশ রঞ্জিত। প্রয়োজনে আরও রক্ত দিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সকালে নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকার চরমভাবে ব্যর্থ, অযোগ্য ও লুটেরা। পদে পদে তাদের ব্যর্থতা ও তাবেদারি প্রমাণিত। জনগণ তাদের সাথে নেই। এরা টিকে আছে বিদেশি প্রভু ও দেশীয় অস্ত্রবাজ বাহিনীর ছত্রছায়ায়। জ¦ালানি তেল, নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে বিএনপির কর্মসূচিতে গুলি করে তিনজনকে হত্যা করা হয়েছে। আহত অসংখ্য। উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। রাজনৈতিক শিষ্ঠাচারকে ধ্বংস করে বরকতউল্লা বুলু ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। বনানীতে মোমবাতি প্রজ্জলনের মতো নীরিহ কর্মসূচিতে পৈশাচিক হামলা হয়েছে।
বক্তারা বলেন, চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে বন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দল ও দেশের নেতৃত্বের জন্য তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, কানিজ ফাতেমা আমিন, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুর রহমান।
স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) জানান, চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির যুুগ্ম আহবায়ক এমএ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাকিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা কৃষকদল নেতা আহাদ আলী, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু বকর, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, উপজেলা যুুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন জিতু প্রমুখ।
স্টাফ রিপোর্টার কেশবপুর (যশোর) জানান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানা বিএনপি’র আহ্বায়ক মশিয়ার রহমান রহমান। বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক , কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হালিম অটল, মোকারম হোসেন, যুবদল আলমগীর হোসেন, জাহাঙ্গীর কোবির মিন্টু, পৌর যুবদল আহবায়ক গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব আবুল রানা বাবু, মেহেদি হাসান শিপন, আব্দুল গফুর, শাহ আলম, মেহেদি হাসান বিশ্বাস, ছাত্রদল নেতা মাসুম বিল্লাল, মনিরুল ইসলাম ।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, সকাল ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. কামার আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ^াস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, আলমগীর হোসেন আলম, জিয়াউল ইসলাম ফিরোজ, শাহজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু ও এনামুল হক মুকুল প্রমুখ। বিএনপি নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশে মানুষ জেগে উঠেছে। হাসিনার পালানোর পথ একে একে বন্ধ হয়ে যাচ্ছে। বক্তরা দেশের এই অস্থীতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে বলেন বিএনপির শান্তিপুর্ণ আন্দোলন রুখে দিতে আওয়ামীলীগ পুলিশ ভাইদের নগ্নভাবে ব্যবহার করছে।
শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, বিকাল ৪ টায় উপজেলার মুন্সী মার্কেটে শালিখা উপজেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মিথুন রায় চৌধুরী।
উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেটের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব হোসেন শিকদার, উপজেলা যুবদলের আহবায়ক সোহেল মুন্সি, সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন শিকদার, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, যুবদল নেতা মোঃ তবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়েদ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী স্বজল, সবুজ হোসেন,শালিখা থানা ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব, জেলা ছাত্রদল নেতা ফারদিন সুমন,ছাত্রদল নেতা তানভীর রহমান, জাকারিয়া,যুবদল নেতা তহিদ হোসেন,জাহিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আশা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ৷