আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষে নিহত ৪৯

0

 

বিরোধপূর্ণ ভূখ- নিয়ে ফের সংঘর্ষে জাড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে নতুন করে সংঘর্ষে আজারবাইজানের ৪৯ জন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটি।
অন্যদিকে আর্মেনিয়ার পক্ষ থেকে হতাহতের বিষয়ে কিছু না জানানো হলেও, এ সংঘর্ষ রাতভর অব্যাহত ছিল বলে জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আর্মেনিয়ান সামরিক বাহিনী দাশকাসান, কালবাজার এবং লাচিন অঞ্চলের কাছে ব্যাপকভাবে উস্কানি দিয়েছিল। আর্মেনিয়ান সামরিক বাহিনীর নাশকতাকারী দলগুলো আজারবাইজানীয় সামরিক বাহিনীর স্থল এবং রাস্তার মধ্যে মাইন বিছিয়েছিল।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আর্মেনিয়ান সৈন্যরা হামলা করার চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার সরকার রাশিয়ার সঙ্গে একটি সহযোগিতা চুক্তির আহ্বান করবে এবং রুশ নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লক কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন প্রতি আবেদন জানাবে, পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছেও আবেদন জানাবে।
এদিকে এ সংঘাত থামাতে দুই দেশের প্রতি আহবান জানিয়েছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও অবিলম্বে সহিংসতা থামানোর জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।