ইউক্রেইনে বিপর্যয়ের পর ক্ষেপেছে রাশিয়ার জাতীয়তাবাদীরা

0

 

ইউক্রেইনের খারকিভ অঞ্চলের প্রধান ঘাঁটি ইজিয়ুম রুশ বাহিনীর হাতছাড়া হওয়ায় ক্ষেপেছে রাশিয়ার জাতীয়তাবাদীরা। ইউক্রেইনের যুদ্ধে চূড়ান্ত জয় নিশ্চিত করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
মার্চে ইউক্রেইনের রাজধানী কিইভ থেকে পিছু হটতে বাধ্য হওয়ার পর শনিবার ইজিয়ুমেই সবচেয়ে বড় পরাজয়ের শিকার হয় রুশ বাহিনী।
রাশিয়ার রাজধানী মস্কোর ৮৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পুতিন যখন মস্কো পার্কে ইউরোপের বৃহত্তম নাগরদোলা উদ্বোধন করছেন, রেড স্কয়ারের আকাশ আতশবাজির আলোয় রঙিন হয়ে উঠছে তখন ইউক্রেইনে রুশ বাহিনী নিজেদের দখলে থাকা একটার পর একটা শহর ছেড়ে আসতে বাধ্য হচ্ছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টেলিগ্রামে পোস্ট করা ১১ মিনিট দীর্ঘ এক অডিও বার্তায় পুতিনের মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ ইজিয়ুম হারানোর কথা প্রত্যাখ্যান করেছেন। ইউক্রেইনে রুশ বাহিনীর পক্ষ হয়ে কাদিরভের বাহিনী যুদ্ধের একেবারে সম্মুখের সারিতে আছে।
তবে অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে না বলে স্বীকার করেছেন তিনি।
কাদিরভ বলেছেন, “বিশেষ সামরিক অভিযান পরিচালনায় আজ অথবা কাল যদি পরিবর্তন করা না হয়, আমি দেশের নেতৃবৃন্দের কাছে গিয়ে মাঠ পর্যায়ের পরিস্থিতি ব্যাখ্যা করতে বাধ্য হব।”