হত্যা মামলায় বাবা ও ছেলের যাবজ্জীবন

0

 

লোকসমাজ ডেস্ক॥ কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন এবং দুইজনের ১০ বছর কারাদ-সহ অর্থদ-ের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুর দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
রায়ে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের বাসিন্দা মৃত ইসলাম মন্ডলের ছেলে লিয়াকত আলী ওরফে নিয়ত আলী (৭০) এবং তার ছেলে আশারত আলী ওরফে নওশেদ (৫০)।
এ ছাড়া ১০ বছর সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই গ্রামের বাসিন্দা আরজেদ আলীর ছেলে এনামুল (৫০) ও আমির হামজার ছেলে মিন্টু আলী (৩৩)।
আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১১ জুন বিকেলে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পরিকল্পিত হামলা করে উপজেলার সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলামকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে খুন করে। এ ঘটনায় নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন দৌলতপুর থানায়।
মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৮ নভেম্বর তারিখে ১৫জনের বিরুদ্ধে সাইফুল হত্যায় জড়িত অভিযোগ এনে আদালতের চার্জশিট দাখিল করেন দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক আকিদুল ইসলাম।