চুয়াডাঙ্গায় দুই ওষুধ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা

0

 

চুয়াডাঙ্গা সংবাদদাদতা॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দুই ব্যবসায়ীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন। জব্দ করা ওষুধ পুড়িয়ে নষ্ট করা হয়। সোমবার দুপুরে দুটি ব্যবসা কেন্দ্রে পরিদর্শনের সময় এ অসংগতি ধরা পড়লে ওই প্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান,আসমানখালী বাজারের মেসার্স হক ফামেসির মালিক আব্দুল মান্নানের প্রতিষ্ঠান তদারকি করে সেখানে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিক্রি নিষিদ্ধ ফিজিসিয়ান স্যাম্পলেন সন্ধান পেয়ে সেগুলো জব্দ করা হয়। তারই অপরাধে প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা ও মেসার্স শিলু স্টোরের মালিক শিলুকে মেয়াদ উত্তীর্ণ ও মূল্যবিহীন পণ্য বিক্রি করার দায়ে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।