মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোরের দ্বিতল ভবনের উদ্বোধন

0

 

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের দ্বিতল ভবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার শহরের আরএন রোডস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন।
সংগঠনের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, সহ সভাপতি মশিয়ার রহমান,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী প্রমুখ।
পরে সংগঠনের সফলতা ও প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কার্যালয়ের উদ্বোধন করেন।