আজ ব্যাংকের এমডি-সিইওর সঙ্গে ডিএসইর বৈঠক

0

লোকসমাজ ডেস্ক॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে  আজ মঙ্গলবার (১০ মার্চ) বৈঠকে বসবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার (৯ মার্চ) ডিএসইর ডিজিএম মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত সব ব্যাংকের এমডি ও সিইওর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবে ডিএসই। ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে ওইদিন বিকেল ৩টার দিকে রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
জানা যায়, বৈঠকে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর ২০০ কোটি টাকা করে ফান্ড গঠনের বিষয়ে এবং বাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার জারির মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠনের অনুমোদন দেয়। সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলো নিজস্ব উৎস অথবা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে।