যশোরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন গণতন্ত্রহীন বাংলাদেশে ঘরে বাইরে কোনোখানে নারী নিরাপদ নন : অনিন্দ্য ইসলাম অমিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তি যেমন একই সূত্রে গাঁথা। ঠিক তেমনি গণতন্ত্র এবং নারীর মুক্তি একই সূত্রে গাঁথা। মহান স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করার পর বর্তমান গণতন্ত্রহীন বাংলাদেশে ঘরে বাইরে কোনোখানে নারী নিরাপদ নন। তাই নারী মুক্তি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই।
দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  শুক্রবার জেলা মহিলাদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আজকে ঘর থেকে নারী বের হওয়ার পর তার সম্ভ্রম নিয়ে ঘরে ফিরতে পারে না। অন্যদিকে কর্ম ক্ষেত্রেও তারা ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছেন। নারী জাগরণ, উন্নয়ন এবং তাদের ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শহীদ জিয়াউর রহমান নারীদের জন্যে মহান সংসদে আসন বৃদ্ধি করাসহ তাদের সুরক্ষা দেওয়ার জন্যে আইন পাশ করেছিলেন। ঠিক একইভাবে তিনি কর্মক্ষেত্রে নারীদের ব্যাপক অংশ গ্রহণসহ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করেছিলেন। পরবর্তীকালে বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে এসকল কর্মকা- অব্যাহত রেখেছিলেন। তিনি বিনামূল্যে পাঠ্য পুস্তক সরবরাহসহ বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করেছিলেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশ গঠনে নারী অবদান অনস্বীকার্য। কিন্ত সেই নারীরা আজ সর্বদা অবহেলিত শোষিত বঞ্চিত।
জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমিয় ফয়সাল, জেলা ছাত্রদলে সভাপতি রাজিদুর রহমান সাগর, জেলা মহিলাদলে সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভিন আনু, দপ্তর সম্পদক অ্যাড.মৌলুদা পারভিন রিনি, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, নগর মহিলাদলের সভানেত্রী শামসুন্নাহার পান্না।  পরে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।