বাঘারপাড়ায় বিপুল ইউরিয়া সার মজুদকারী ডিলারকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা বাজারের বিএডিসি’র ডিলার শহিদুল ইসলামকে বৃহস্পতিবার ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অবৈধভাবে বিপুল পরিমাণে ইউরিয়া সার মজুদ এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে তাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদুর রহমান ও ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার ভাটার আমতলা বাজারে বিএডিসি ডিলার শহিদুল ইসলামের সৌহার্দ্য এন্টারপ্রাইজের ৩টি গুদামে তল্লাশি চালান। বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধভাবে সাড়ে ৪শ’ বস্তা ইউরিয়া সার, ডিএসপি ২৭০ বস্তা, এমওপি ২০ বস্তা এবং টিএসপি ২০ বস্তা মজুদ পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ডিলার শহিদুল ইসলামকে এ সময় ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুদকরা ইউরিয়া সার বন্দবিলা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের মাঝে এবং যেসব এলাকায় সারের সংকট রয়েছে সেই এলাকায় বিক্রির নির্দেশনা দেয়া হয়।