যশোরের শংকরপুরের এক নারীর মাদক মামলায় পাঁচ বছর কারাদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বৃহস্পতিবার আদুরী বেগম নামে এক নারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আদুরী বেগম যশোর শহরের শংকরপুর মুরগির ফার্মগেট এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাড. আসাদুজ্জামান।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৬ নভেম্বর বিকেলে চৌগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছুটিপুর বাসস্টান্ডে অভিযান চালিয়ে আদুরী বেগমকে আটক করে। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে বোরকার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানা পুলিশের এএসআই আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে থানায় মামলা করেন। এই মামলায় আসামি আদুরী বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।