চৌগাছায় বৃদ্ধের আত্মহত্যা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আব্দুল মতিন খাঁ (৭০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বাড়ির পাশে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, বার্ধক্যজনিত অসুস্থতা ও মস্তিস্কের সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মৃতের ভাইপো সোহাগ হোসেন জানিয়েছেন, তার চাচা আব্দুল মতিন খাঁ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। ইতিমধ্যে তার মাথায় সমস্যা দেখা দেয়।  শনিবার রাত ১০টার দিকে বাড়ির কাছে আমগাছের ডালের সাথে গামছা দিয়ে আব্দুল মতিন খাঁ গলায় ফাস দিলে তার মৃত্যু হয়। পরে চৌগাছা থানায় সংবাদ দেয়া হলে রাত ২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।