শার্শায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর সিমেন্ট লুট, আটক ২

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলায় ব্যবসায়ী শামছুর রহমানের গোডাউন থেকে সিমেন্ট লুটের ঘটনায় শনিবার তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার গোড়পাড়া গ্রামের আশিক সাগর (২০), আমতলা গাতিপাড়া গ্রামের হাসেম মিয়ার ছেলে ফরহাদ (১৯) ও কেষ্টপুর গ্রামের নূর আলী শেখের ছেলে এরশাদ আলী (২৬)। এ ঘটনার প্রতিবাদ করায় লুটপাটকারীরা সফিউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে। আহত সফি উদ্দিন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মাজামারা গ্রামের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী লাল্টুু (৪৫) দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন। গত শুক্রবার সকালে সন্ত্রাসী লাল্টু লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিমেন্ট ব্যবসায়ী শামছুর রহমানের কাছে চাঁদা দাবি করেন। শামছুর রহমান চাঁদা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় সন্ত্রাসী লাল্টু শনিবার দুপুরে অস্ত্রের মুখে তাঁর গোডাউন থেকে ২৪ বস্তা সিমেন্ট লুট করে। ঘটনার সময় শ্রমিকরা ট্রাক থেকে গোডাউনে সিমেন্ট আনলোড করছিল। তৎক্ষ্ণাৎ পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে ঘটনার সাথে জড়িত আশিক সাগরসহ ২জনকে আটক করে। এ সময় প্রধান চাঁদাবাজ লাল্টু ও রাসেল পালিয়ে যায়।