চৌগাছায় নির্বাচন কমিশনার আহসান হাবিব দেশে ভোটাধিকার প্রতিষ্ঠায় কমিশন কাজ করে যাচ্ছে

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান বলেছেন, আগামী নির্বাচনে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠায় কমিশন কাজ করে যাচ্ছে। সকল রাজনৈতিক দলের সহযোগিতা থাকলে ইভিএম দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দেশে ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে, আজকে যারা নতুন ভোটার হচ্ছে তারাই সুনাগরিক হিসাবে গড়ে উঠে দেশ গঠনে কাজ করবে।
শুক্রবার সকালে চৌগাছা পৌরসভা কার্যালয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শনের সময় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, সন্ত্রাসী-গুন্ডামি করে জনপ্রতিনিধি হওয়া যাবে না। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন। ভোটদানে বাধা দিলে পাঁচ বছরের কারাদ-সহ কঠোর শাস্তির বিধান করা হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন একটি প্রতিষ্ঠান, এখানে হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই।
এ সময় যশোর জেলা নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা হুমায়ুন কবির, সিনিয়ার জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা, জেলা পরিষদের সাবেক সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জল, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নতুন ভোটাররা উপস্থিত ছিলেন।
ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান পৌর মেয়রের কার্যলয়ে যান। এরপর তিনি যান উপজেলা পরিষদে এখানেও তিনি কিছু সময় অতিবাহিত করেন।