কেশবপুরে বিএনপি নেতাদের বাড়িতে গিয়ে হুমকি হামলা ও ভাঙচুর

0

স্টফ রিপোর্টার॥ যশোরের কেশবপুরে বিএনপির আগমীকাল শুক্রবারের সমাবেশকে বাধাগ্রস্ত করতে গতকাল উপজেলা জুড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহড়া দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এসময় উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুরসহ কয়েকজন নেতাকর্মীকে মারপিট করে গুরুতর জখম করেছে ওই সন্ত্রাসীরা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলে করে সংঘবদ্ধ সন্ত্রাসীরা এই হামলা শুরু করে । তিনি জানান, সংঘবদ্ধ ওই চক্রটি প্রথমে উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে হামলা চালায়। আজ শুক্রবার উপজেলা এবং পৌর বিএনপি যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সেখানে ডেকোরেশনের মালামাল রাখা ছিল। সন্ত্রাসীরা সেগুলো ভেঙে চুরমার করে দেয়। এরপর কেশবপুর পৌর সদরের বালিয়াডাঙ্গাস্থ আমার বাসভবনের সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রভাষক আল উদ্দিন আলার বাস ভবনের সামনে দাঁড়িয়েও একইভাবে গালিগালাজ করে। এছাড়া পৌর সদরের হাসপাতাল মোড়ে স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর কবির পলাশের ব্যক্তিগত অফিস ভাংচুরসহ একই স্থানে তিন কর্মীকে পিটিয়ে জখম করেছে। হাবালপোলে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দবির উদ্দিনের বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে। পাঁজিয়া ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক আব্দুর রাজ্জাককে মারপিট করে জখম করা হয়েছে। মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আব্দুল মাজেদ, শফিকুল ইসলাম গৌরিঘোণা ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফুল ইসলামকে মারপিট করে জখম করেছে। তিনি রাতে জানান, বিভিন্ন স্থান থেকে হামলার খবর আসছে।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা বোরহান উদ্দিন বলেন, বিএনপি নেতাদের বাস ভবনে হামলা চালানোর বিষয়টি আমার জানা নেই।