যশোরে বঙ্গবন্ধু ফুটবল বিপিএল খেলোয়াড়দের বাধ্যবাধকতা থাকলেও বিসিএল খেলোয়াড়দের নেই

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগের বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) খেলোয়াড়দের বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগের (বিসিএল) খেলোয়াড়দের কোনো বাধ্যবাধকতা নেই। যেখানে হরহামেশাই খেলছেন বিসিএলের খেলোয়াড়রা। খেলার বাইলজে পরিষ্কার উল্লেখ রয়েছে বিপিএলের কোনো খেলোয়াড় এই লিগে নিবন্ধন করতে পারবে না। কিন্তু বিসিএলের কথাটি বাইলজের কোথাও উল্লেখ নেই। ইতঃপূর্বে লিগের ৫টি খেলা সম্পন্ন হয়েছে। বিসিএলের খেলোয়াড়দের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদের হয়ে,শফি এবং সুইট, নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে সাদ্দাম, আবাহনী ক্রীড়া চক্রের হয়ে কৃষ্ণা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কায়েস খেলেছেন। এর মধ্যে বাফুফের নিষিদ্ধ খেলোয়াড় জাহিদ হোসেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। এ বিষয়ে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফএ সভাপতি আসাদুজ্জামান মিঠু জানান, বাইলজ অনুযায়ী খেলা চলবে।