শিক্ষক নেতা শেখ আমানুল্লাহর মৃত্যুবার্ষিকী পালন

0

 

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায়ার ভাষা সৈনিক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আমরণ চেয়ারম্যান, কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ আমানুল্লাহর নবম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে প্রয়াতের গ্রামের বাড়ি ঝাঁপাঘাটে তার সমাধিস্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের পক্ষ থেকে তার দুই মেয়ে উপস্থিত উপস্থিতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়। পরে দমদম মাধ্যমিক বিদ্যালয়ে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান হয়। সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি কলারোয়া পৌর সদরের মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক এবাদুল ইসলাম, আকতার আসাদুজ্জামান চান্দু, আব্দুল আলীম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পদক কামাল রেজা, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।