যশোর বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রে অনুপস্থিত ৮৬৯, বহিষ্কার ৩

0

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে যশোর বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার হয়েছেন ৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৮৬৯ জন পরীক্ষার্থী। এ নিয়ে সারাদেশে এদিন মোট ৬৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার যশোরসহ আট বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সারাদেশে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৬৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে ঢাকা বোর্ডে ৭ জন, রাজশাহী বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ১২ জন, দিনাজপুর বোর্ডে ১৩ জন, কুমিল্লা বোর্ডে ৭ জন, ময়মনসিংহ বোর্ডে ২১ জন ও যশোর বোর্ডে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। চতুর্থ দিনে আট বোর্ডে পরীক্ষা ছিলো ৯ লাখ ৯০ হাজার ৩০ জনের। এদের মধ্যে ১ হাজার ৪১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৮২ হাজার ৬০৫ জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৪২৫ জন।
জানা গেছে, আটটি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ২ হাজার ৫০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ১৯০ জন, কুমিল্লা বোর্ডের ৬৯৮ জন, যশোর বোর্ডের ৮৬৯ জন, সিলেট বোর্ডের ৫৬১ জন, বরিশাল বোর্ডের ৫১৮ জন, দিনাজপুর বোর্ডের ৯৭২ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৫৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।