ঝিকরগাছা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আজ ২২ আগস্ট থেকে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি সফলে ঝিকরগাছায় বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দলীয় কার্যালয়ে যৌথসভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খাঁন, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, আশফাকুজ্জামান খাঁন রনিসহ পৌর বিএনপি নেতৃবৃন্দ, ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদল, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদলসহ ১১ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।