অভয়নগরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে দোয়া মাহফিল

0

 

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় অভয়নগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
থানার ওসি একেএম শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাব, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল ও শিক্ষক দেবাশীষ রাহা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় অসহায় আলালকে একটি ব্যাটারি চালিত ভ্যান ও নওয়াপাড়া খেয়াঘাটের মাঝি মুজিবরকে ৩ শতক জমির দলিল বুঝে দেন।