চৌগাছায় কীটনাশক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বাজারে অভিযান চালিয়ে মেসার্স তরিকুল এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সমুদয় কীটনাশক নষ্ট করেন।
সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, এলাকার কৃষকদের অভিযোগের ভিত্তিতে চৌগাছার প্রধান বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এক ব্যাবসায়ীকে জরিমানা ও অন্য ব্যাবসায়ীদের সতর্ক করা হয়েছে। পর্যায়ক্রমে অভিযান উপজেলার সকল বাজারে চালানো হবে বলে তিনি জানান।