ঝিকরগাছায় পাঠচক্র ক্যাম্পেইন অনুষ্ঠিত

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ মাদক, মোবাইল ও মোটরসাইকেল ছাড়ি, পড়ার অভ্যাস গড়ে তুলি এই স্লোগানে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের পাঠচক্র ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলে শনিবার সকালে এই পাঠচক্র হয়। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাহিত্যিক ও সংগঠনটির সভাপতি মো. সফিয়ার রহমান। উপস্থিত ছিলেন ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ। পাঠচক্রের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি টিপু সুলতান। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন।