লোডশেডিংয়ের সূচি লণ্ডভণ্ড

0

 

বিশ্বব্যাপী তেল, কয়লা, এলএনজিসহ সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধি ও তেল, কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে বিদ্যুতের উৎপাদন কমিয়ে আনতে সরকার লোড শেডিংয়ে বাধ্য হচ্ছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রতিদিন সূচি ধরে অন্তত এক ঘণ্টা করে বিদ্যুতের লোড শেডিং দিচ্ছে। কিন্তু পক্ষকাল পূর্তির আগেই সে সূচি ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। সরকারিভাবে বলা হয়, মানুষের যাতে সমস্যা কম হয়, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ যাতে পায়, সে জন্যই সূচি ঠিক করে এলাকাভিত্তিক লোড শেডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় সম্ভাব্য লোড শেডিংয়ের সময় ধরা হয় সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে। সম্ভাব্য লোড শেডিংয়ের মোট পরিমাণ ধরা হয়েছে ১০০ মেগাওয়াটের মতো। অথচ, ঢাকায় এখন রাত-দিন সমানভাবেই চলছেঠ লোডশেডিং। ব্যবসা ক্ষতিগ্রস্ত মানুষ অতিষ্ঠ হচ্ছে। হাসপাতালে চিকিৎসা ও কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
পাওয়ার সেলের তথ্য মতে, দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১৫ হাজার মেগাওয়াট। সেই জায়গায় উৎপাদিত হচ্ছে সর্বোচ্চ ১৩ হাজার মেগাওয়াট পর্যন্ত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবে এখন কয়লা থেকে ৭.৮৯ শতাংশ, গ্যাস থেকে ৫০.৮৪ শতাংশ, ফার্নেস অয়েল থেকে ২৮ শতাংশ এবং ডিজেল থেকে ৬ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সরকারি সূত্র বলছে, জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। অন্যদিকে গ্যাস সংকটেও বন্ধ রয়েছে বেশ কয়েকটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন, লোড শেডিং করার ফলে কিছুটা সাশ্রয় হচ্ছে, তবে খুব বেশি নয়। তাঁদের মতে, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু জ্বালানির অভাবে সক্ষমতা অনুযায়ী উৎপাদন করা যাচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, চাহিদা অনুযায়ী উৎপাদন অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
আমাদের লক্ষ রাখতে হবে, দেশে রপ্তানিমুখী শিল্পসহ সামগ্রিকভাবে শিল্পোৎপাদন, সেচ সুবিধা এবং অতি জরুরি কিছু সেবা যেন ক্ষতিগ্রস্ত না হয়। বাংলাদেশে যে সূত্রিভাঙা লোড শেডিং করা হচ্ছে, তা ভোক্তারা সহজভাবে নিতে পারছে না। কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় কিংবা লাগামহীন না হয়ে পড়ে, সে জন্য সরকারকে এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা চাই না বিুদ্যৎ নিয়ে দেশ অস্থিতিশীল হোক। এটা রক্ষা করার দায়িত্ব সরকারের। ক্ষুব্ধ মানুষ এবং রাজনিিতকরা রাস্তায় নামতেই পারে। প্রশাসন তাঁদের নিয়ন্ত্রণ করার টটোই স্বাবাবিক। কিন্তু নিয়ন্ত্রণে প্রাণহানী হলে ক্ষতিই বেশি হবে। বিষয়টি মাথায় রেখে সবকিছু করা ভালো।