ঝিনাইদহে শিক্ষা অফিসারের ভুলে ১৩ বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বন্ধ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে। সদর উপজেলার বিষয়খালী ক্লাস্টারের ১০টি এবং বাকি আরও বিভিন্ন ক্লাস্টারের ৩টি বিদ্যালয় রয়েছে এই তালিকায়। এই বিষয়ে বঞ্চিত বিদ্যালয়গুলোর শিক্ষকরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। তাদের বক্তব্য, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসান মাসুদের ভুলের কারণেই এই স্কুলগুলো বঞ্চিত হয়েছে। ছয় মাসে ছাত্র প্রতি দেড়শ টাকা হারে বৃত্তি দিয়ে থাকে সরকার।
এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুধাংশু শেখর বিশ্বাস বলেন, ‘বৃত্তি কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি অ্যাপস দিয়েছে সরকার। কিন্তু সেই অ্যাপস পরিচালনার জন্য কোন প্রশিক্ষণ দেয়া হয়নি। টেকনিক্যাল সমস্যা হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছি।’
সহকারী শিক্ষা অফিসার মাসুদ আলম বলেন, ‘নতুন সফটওয়্যার দিয়েছে ঈদের আগে। সে সময় সার্ভার ত্রুটির কারণে একেকটি স্কুলের উপবৃত্তির তথ্য সাবমিট করতে আধা ঘন্টা সময় লেগেছে। কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে। এমন নয় যে এই টাকা কেউ মেরে দিয়েছে। অধিদপ্তর থেকেই ছাড় হয়নি।’
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, ‘উপবৃত্তির জন্য একটি সেল রয়েছে। তারা উপবৃত্তি বিষয়ক যাবতীয় কাজ করে। আমি খোঁজখবর নিয়ে উপর মহলে কথা বলে দেখছি কি করা যায়।’
জানা গেছে, সদর উপজেলার বিষয়খালী ক্লাস্টারের কুঠিদুর্গাপুর, রঘুনাথপুর, কুলবাড়িয়া, ভরতপুর, চান্দেরপোল, কুতুবপুর, ভবানিপুর, পরমানন্দপুর, কয়ারগাছি, রামনগর ও খড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা বরাদ্দ আসেনি অধিদপ্তর থেকে।